সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুরিয়া খাঁনপাড়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে এক কৃষকের প্রায় ১২ বিঘা জমির ভুট্টার গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত গ্রামের কৃষক আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ১২ বিঘা জমি পান।
এ জমিতে দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছেন। ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী জোপূর্বক ভাবে ভোগদখলের জন্য নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোররাতে প্রভাবশালীরা ওই জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে নেয়া হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় এলাকায় প্রশ্ন উঠছে ভ’ট্টা গাছের সাথে এ কেমন শত্রæতা।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন আলোকিত বাংলাদেশকে বলেন, কৃষকের জমির ভ’ট্টা গাছ কেটে নিয়ে গেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই এ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।